ডার্ক মোড
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
দোহার পৌরসভার প্রানকেন্দ্রে সরকারি জমি  দখলের চেষ্টা

দোহার পৌরসভার প্রানকেন্দ্রে সরকারি জমি দখলের চেষ্টা

 

মাহবুবুর রহমান টিপু, দোহার (ঢাকা)

দোহার পৌরসভার প্রানকেন্দ্র থানার মোড় আন্ত:মহাসড়ক সংলগ্ন একটি সরকারি মালিকানাধীন ৯শতাংশ ভিটি জমি বালু ভরাটের মাধ্যমে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যাহার আনুমানিক মুল্য— প্রায় চার কোটি টাকা।

স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়ে দোহার উপজেলা প্রশাসন সরকারি জমিটিতে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।স্থানীয়রা জানান প্রভাবশালী জাল ব্যবসায়ী নিলুয়ার হোসেন নিলু

নামে এক ব্যক্তি জমিটি ভরাট করছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে পৌরসভার ৬ নং ওয়ার্ডের থানার মোড় এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে পতিত সরকারি মালিকানাধীন

সম্পত্তি,যাহা জয়পাড়া মৌজায় আর এস খতিয়ান নং—৫৪২, আর.এস দাগ—২২৫৯ নং দাগে ৯শতাংশ জমি দখলের চেষ্টার সত্যতা পাওয়া গেছে। আর.এস তথ্যমতে জমিটির মালিক কাফিরাম রায়, রামকৃষ্ণ রায়, হরেকৃষ্ণ রায়, সকলের হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ সরকার। জমিটিতে দিনে ও রাতে শতাধিক ট্রাকের মাধ্যমে বালু দিয়ে ভরাট করছে একটি প্রভাবশালী মহল। 

নাম প্রকাশের অনিচ্ছুক দাবীতে এক দোকানদার বলেন,এই জমিটি আরও দশ বছর আগে পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুরুজের দখলে ছিলো।পরবর্তীতে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর প্রভাবশালী জাল ব্যবসায়ী নিলুয়ার হোসেন নিলু জমিটি ভরাট করছেন। জমিটির আনুমানিক মুল্য— প্রায় চার কোটি

টাকা। জমির পরিমান ৯শতাংশ ও জমির শ্রেনী ভিটি।

এ বিষয়ে নিলুয়ার হোসেন নিলুর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান,সরকারি জমিটির দুই পাশেই তার জমি রয়েছে। জমিগুলি তিনি ক্রয়সুত্রে মালিকানা দাবী করছেন। সরকারি জমির উপর কেন বালু ফেলা হচ্ছে এমন বিষয়ে’র উত্তরে তিনি আরও বলেন, সরকারিটি জমিটিও লিজ নেওয়া হয়েেছে বলে তিনি দাবী করেন। কাগজপত্র দেখলে চাইলেতিনি বলেন, প্রযোজনীয় কাজে তিনি ঢাকায় ব্যস্ত রয়েছেন বলে ফোনটি কেটেঁ দেন।

এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, সরকারি জমি দখলের অভিযোগ পেয়ে আমরা দ্রুত কাজ বন্ধ করে দখলদারকে বৈধ কাগজ নিয়ে আসতে বলেছি। এখনো কেউ যোগাযোগ করেনি। তিনি আরও বলেন, যদি কেউ অবৈধভাবে সরকারি জমি দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন