ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
দোহারে পুকুরে ডুবে এক বছরের শিশুর মৃত্যু

দোহারে পুকুরে ডুবে এক বছরের শিশুর মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় ব্যবহৃত পুকুুুরের পানিতে ডুবে মো. জুবায়ের নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়। নিহত যুবায়ের উপজেলার ব্যাঙ্গারচক এলাকায় প্রবাসী মো. জুলহাসের ছেলে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্যাঙ্গারচক নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিশু যুবায়ের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল।

কিছু সময় পর তার মা জুবায়েরকে দেখতে না পেরে খোঁজাখুজি শুরু করে। প্রায় দেড় ঘন্টা পর দুপুর ২টার দিকে বাড়ির পাশের পুকুরের পানি থেকে তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোহার,ঢাকা। উপজেলার ব্যাঙ্গারচক নামক এলাকায়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন