ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
দোহারে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন

দোহারে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন

দোহার (ঢাকা) প্রতিনিধি

"কাবিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দোহার উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়।

বুধবার বেলা ১১টায় জয়পাড়া লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা শাখার আয়োজনে জাতীয় ও স্কাউট দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪ দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।

এই ক্যাম্পুরীতে মোট ৪৬টি ইউনিট অংশগ্রহণ করেন। ক্যাম্পুরীতে কাব স্কাউটরা ৪ দিনে শিক্ষামূলক এবং উদ্দীপনামূলক বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে। এতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিকুল এবং সময়ের প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার সক্ষমতা অর্জনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে জীবনমুখী বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হবে।

স্মাট বাংলাদেশ বির্নিমানে স্কাউটিং" এ উপলক্ষে এক উদ্বোধনী সভায় ক্যাম্প চীপ ও উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, রাইপাড়া ইউপি চেয়ারম্যান মো.আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। পরে প্রধান অতিথি মো.আলমগীর হোসেন স্কাউট দলের তাঁবু পরিদর্শন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন