ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
দীঘিনালায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

দীঘিনালায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় জামতলী মুসলিম শিবির নামক এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাসের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্হায় থাকা এ লাশ উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ।

নিহত মো: হানিফ (৩০) সে জামতলী মুসলিম শিবির এলাকার বাসিন্দা জালাল উদ্দিন এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকায় কবরস্থানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।পরে পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) জানান,তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী( ভিডিপি) সদস্য ছিলেন,আমার স্বামী বা পরিবারের সাথে কারো কোন শত্রুতা বা দ্বন্দ্ব ছিলো না,এলাকার সবাই তাকে ভালো জানতেন।আমাদের মাঝে পারিবারিক ভাবে কোন ঝামেলাও হয়নি। রোববার রাতে মাহফিলের উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। রাতে আর বাসায় ফেরেননি।অনেক খোঁজা-খুঁজি করে কোথাও খবর পাওয়া যায়নী,সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকার লোকজন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকারিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন