
দিল্লিগামী বিমানে ভয়ানক কাণ্ড, মাঝ আকাশে হইচই
আন্তর্জাতিক ডেস্ক
আকাসা এয়ারলাইন্সের বোর্ডে চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি করেন এক যাত্রী। তার ব্যাগে বোমা রয়েছে বলে চিৎকার জুড়ে দেন সেই যাত্রী।
শনিবার (২১ অক্টোবর) ভোরে পুনে থেকে দিল্লিগামী বিমানে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিমানটিকে তড়িঘড়ি দিল্লির পরিবর্তে মুম্বাই বিমানবন্দরে পাঠানো হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, তদন্তে যুবকের এই দাবি ভুয়া বলে ধরা পড়ে। ঘটনার গুরুত্ব দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এই বিমানে ১৮৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
আকাসা এয়ারের দ্বারা জারি করা একটি সরকারি বিবৃতি অনুযায়ী, আকাসা এয়ারের একটি ফ্লাইট পুনে থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। ওড়ার পরই একটি নিরাপত্তাজনিত সতর্কতা পাওয়া গিয়েছিল।
বিমানটি মুম্বাইয়ের দিকে মোড় নেয়। ক্যাপ্টেন সমস্ত প্রয়োজনীয় জরুরি প্রক্রিয়া অনুসরণ করেন। ১২টা ৪২ মিনিটে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে।
ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে একজন পুলিশ অফিসার বলেন, সিআইএসএফ অফিসার মুম্বাই পুলিশ কন্ট্রোলকে রাত আড়াইটার দিকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন। তারপরে সেই ফ্লাইটের যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) টিমের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তদন্তে পুলিশ সেখানে কোনো সন্দেহজনক বস্তু পায়নি।
ফ্লাইটে সেই যাত্রীর সঙ্গে এক আত্মীয়ও ছিলেন। তিনি পুলিশ কর্মকর্তাদের বলেছিলেন, বুকে ব্যথার ওষুধ খেয়েছিলেন। তার প্রভাবে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। সম্পূর্ণ তদন্তের পরে ফ্লাইটটি সকাল ৬টায় মুম্বাই বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়।