ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
তৃণমূল সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে     :বিচারপতি সিকদার মকবুল হক

তৃণমূল সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে :বিচারপতি সিকদার মকবুল হক

 নিজ্বস প্রতিনিধি 


জুলাই আগস্টের গণঅভ্যূত্থানে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি ঐক্যবদ্ধ না থাকলে সেই বাংলাদেশ আবার অতিতের দিকে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিচারপতি সিকদার মকবুল হক। তিনি বলেন, সকল শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশে প্রতিটি মানুষকে দেশপ্রেমিক হতে হবে। এখানে কলম যোদ্ধাদের সাহস করে সত্য উচ্চারণ ও লিখতে হবে। তিনি আরো বলেন, তৃণমূলের সাংবাদিকরা নানাভাবে বঞ্চিত। তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। তারা যেন তাদের ন্যায্য পাওনা পায় সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তিনি আরজেএফ’র সদ্য প্রয়াত অর্থ সম্পাদক ফারুকুল ইসলামসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
৭ আগস্ট বৃহস্পতিবার, বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কেমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এস. কে. এইচ চৌধুরী শাহীন, ফর এভার বরিশাল এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এড. ড. মোবারক হোসাইন, ম্যারেজ সল্যুশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন শুভ, মদিনা ট্রাভেলস এর চেয়ারম্যান মাওলানা মফিজুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট খান চমন-ই এলাহী,  বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক চৌধুরী মঞ্জুর রাহী, আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মিলন মল্লিক, আরজেএফ’র সাহিত্য ও প্রচার সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী মোঃ জহিরুল ইসলাম, ঢাকা মহানগর আরজেএফ’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, আরজেএফ’র দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, আইকনের নির্বাহী পরিচালক মোঃ হানিফ, বিশ্ব সমাজসেবক হুমায়ুন পাটোয়ারী, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, লায়ন মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, মোঃ শাফিউর রহমান কাজী, ভারপ্রাপ্ত অর্থ সচিব মোঃ মনোয়ারা বেগম, মোঃ মাসুদ আলী, ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব আরা দুলু, রাজু আহমেদ সুজন, মহিলা বিষয়ক সম্পাদিকা উর্মী রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিচারপতি সিকদার মকবুল হক, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ ১০জনকে স্মারক সম্মানান প্রদান করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন