তফশিলকে স্বাগত জানিয়ে লাকসামে আনন্দ মিছিল
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে লাকসামে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে এক ভাষণের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই ওই আনন্দ মিছিল বের করে দলটি। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে।
লাকসামের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়েরসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন