
ঢাবিতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুব সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার
ডিউ কোর্সপোন্ডেড
আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়েছে ‘তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালীকরণ এবং তামাকমুক্ত জাতি গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “তামাকমুক্ত জাতি গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শুধু আইন নয়, প্রয়োজন সচেতনতা এবং সামাজিক আন্দোলন।”
সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন তামাকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, তামাকজনিত রোগে প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় শক্তিশালী আইন ও সচেতনতা জরুরি।
আয়োজকরা জানান, এই ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে একটি সুস্থ ও তামাকমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।