ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
ট্রাম্প-মোদি বৈঠকের সময় ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজের সামনে মানববন্ধনের প্রস্তুতি

ট্রাম্প-মোদি বৈঠকের সময় ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজের সামনে মানববন্ধনের প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ব্যুরো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের সময় অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার হোয়াইট হাউজের বাইরে বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছে আমেরিকায় বসবাসরত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে ক্ষুব্ধ প্রবাসীরা ৮ ফেব্রুয়ারি এ ঘোষণা দিয়েছেন। একইসাথে আওয়ামী লীগসহ বেশ কটি সংগঠনের পক্ষ থেকেও বাংলাদেশে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের ওপর হামলা, খুন-জখমের পাশাপাশি বাড়ি-ঘর লুটের পর তাতে অগ্নিসংযোগ ও গুড়িয়ে দেয়ার মত হিংস্রতার তথ্য হোয়াইট হাউজকে অবহিত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এসব কর্মসূচি নিয়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।

দিল্লীতে পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি কর্তৃক ট্রাম্পের যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত কর্মসূচি ঘোষণার পরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মিলনমেলা নামক একটি ফেসবুক গ্রুপ থেকে হোয়াইট হাউজের সামনের সমাবেশ নিয়ে প্রস্তুতির তথ্য অবহিত করা হচ্ছে। এই ফেসবুক গ্রুপের পক্ষে দীনেশ মজুমদার জানিয়েছেন, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে দলে দলে প্রবাসীরা এই কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করছি।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, ১৩ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে হোয়াইট হাউজের সামনে ‘মানববন্ধন’র যাবতীয় অনুমতি সংগ্রহ করা হয়েছে। ‘হটাও ইউনূস বাঁচাও দেশ-শেখ হাসিনার নির্দেশ’ শির্ষক ব্যানারে এই কর্মসূচির সমর্থনে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের কর্মীরাও মাঠে রয়েছেন। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, বস্টন, পেনসিলভেনিয়া, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস থেকেও প্রবাসীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন