ডার্ক মোড
Tuesday, 22 April 2025
ePaper   
Logo
ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর

ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে ‘লাস্ট ওয়ার্নিং’ বা ‘শেষ সতর্কতা’ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সতর্কবার্তায় তিনি হামাস নেতাদের গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। তবে ট্রাম্পের এ হুমকি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক খুদে বার্তায় হামাসের মুখপাত্র আব্দেল-লফিত আল-কানুয়া বলেছেন, “আমাদের জনগণের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি নেতানিয়াহুর জন্য সমর্থন প্রদর্শন করে। যেন সে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর না করে থাকতে পারে এবং আমাদের জনগণকে ক্ষুধার্থ রাখার নীতি শক্ত করতে পারে। (তবে) বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার সবচেয়ে ভালা উপায় হলো… যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়া এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে যুদ্ধবিরতি হয়েছে সেটি মানতে ইসরায়েলকে বাধ্য করা।”

এদিকে হামাস ও গাজাবাসীকে হুমকি দিয়ে বুধবার ট্রাম্প তার নিজের সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “এটি আপনাদের জন্য শেষ সতর্কতা! (হামাসের) নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা ত্যাগ করার। আপনাদের জন্য এখনও এই সুযোগটি রয়েছে।”

তিনি আরও লিখেছেন, “এছাড়াও, গাজার জনগণের কাছে (আমার বার্তা): আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে, কিন্তু আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না। যদি আপনারা তেমন কিছু করেন, তাহলে আপনি মৃত! স্মার্ট সিদ্ধান্ত নিন।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক ফিলিস্তিনি জানিয়েছেন, তারা ট্রাম্পের হুমকিকে পরোয়া করেন না। কারণ তাদের শিকড় হলো গাজা উপত্যকা। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল তার বাড়ি, তার পাড়া সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি গাজা ছাড়বেন না। এখানেই মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন