ট্রাম্পের জয় চাইছেন বেশিরভাগ ইসরায়েলি
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর করা একটি জরিপে দেখা গেছে দখলদার ইসরায়েলের সাধারণ মানুষ মার্কিন নির্বাচনে কমালা হ্যারিসের বদলে ডোনাল্ড ট্রাম্পের জয় কামনা করছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এতে রিপাবলিকান পার্টির হয়ে লড়াই করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
জেরুজালেমের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান প্যারি আলজাজিরাকে বলেছেন, বেশিরভাগ ইসরায়েলি বিশ্বাস করেন, ‘ইসরায়েল সরকার যা করবে তার সবই সমর্থন দেবেন ট্রাম্প’। আর এ কারণে তারা চাইছেন ট্রাম্প যেন এবার মার্কিন প্রেসিডেন্ট হন।
তিনি আরও বলেছেন, অনেক ইসরায়েলির ধারণা গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটি দ্রুত সময়ের মধ্যে ট্রাম্প বন্ধ করতে পারবেন। যেটি কমালা হ্যারিস পারবেন না।
২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন। এছাড়া সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেন তিনি। ট্রাম্প নিজেকে ‘ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে সেরা প্রেসিডেন্ট’ হিসেবেও অভিহিত করেছিলেন।
সূত্র: আলজাজিরা