ডার্ক মোড
Tuesday, 08 April 2025
ePaper   
Logo
টানা ৯ দিন বন্ধের পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

টানা ৯ দিন বন্ধের পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

 

দিনাজপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।  
রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। 
এর আগে ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়।
 
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান কর্তৃপক্ষ।
 
বিষয়টি সকালে নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
 
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
 
টানা ৯ দিন ছুটি শেষে রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারো দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে। ভারত থেকে চাল, ডাল, মসলা জাতীয় পণ্যসহ নানা পণ্য আমদানি হচ্ছে।
 
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
 
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন