
ঝিনাইগাতীতে সরকারি জমি উপর ব্যক্তি মালিকানাধীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ
শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি জমির উপর ব্যক্তি মালিকানাধীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ অভিযোগ স্থানীয়বাসিন্দাদের।
জানা গেছে, উপজেলা সদরের বাসিন্দা প্রভাবশালী জনৈক ব্যক্তি এ বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। স্থানীয়বাসিন্দারা জানান, ওই ব্যক্তি উপজেলা সদরের ব্রীজপারে সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।
শুধু তাই নয় বাড়ির সামনে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া বানিজ্য চালায়। পরে ২০২১ সালে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাড়ির সামনের মার্কেটের ২ টি ঘর গুড়িয়ে দেয়। অবশিষ্ট একাধিক ঘর বন্ধ করে সরকারি সম্পদ হিসেবে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।
কিন্তু গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর ঐ প্রভাবশালী ব্যক্তি মার্কেটে টানানো সরকারি সাইনবোর্ড সরিয়ে ফেলে ঘরগুলো দখল করে নেয়। বেদখলীয় ঘরগুলো সরকারিভাবে আর উদ্ধার করা হয়নি। এ সুবাদে পাশের কাঁচা ঘরবাড়ি ভেঙে আরো প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ করতে বলা হলেও প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এর পরেও যেহেতু কাজ করছেন সেহেতু নিজে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, উপজেলাসদর বাজারসহ আশাপাশের এলাকায় বেশকিছু দিন ধরে সরকারি জমির উপর অবৈধভাবে ঘর নির্মাণ কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হলেও নানা কৌশলে ঘর নির্মাণ কাজগুলো বন্ধ থাকছে না।