ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নলছিটি দপদপিয়া বকুলতলায় দুটি যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে আসা ইতি পরিবহণ ও নলছিটি থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে যাওয়া হিজবুল্লাহ পরিবহণের মুখামুখি সংঘর্ষ হয়। পরে স্থানিয়রা দুর্ঘটনায় আহতদের উদ্বার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। ৯৯৯ ফোন করে স্থানিয়রা পুলিশ কে জানালে ঘটনা স্থলে পুলিশ পৌছিয়ে মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুয়াকাটা গামী ইতি পরিবহনের সাথে নলছিটি থেকে বরিশাল গামী হিযবুল্লাহ পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কুয়াকাটা গামী ইতি পরিবহনের চালক বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ওসি মো. আতাউর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি পুলিশ হেফাজতে আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন