ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
জোয়ানের অভিযান

জোয়ানের অভিযান

মোহাম্মদ মাজহারুল ইসলাম খান

রে নও জোয়ান!
চলরে বেগে!!

চলরে ঊষার অরুণ রাগে
চলরে ছুটে, চল দাপটে!
চলরে তাড়া গড়তে ধরা,
ভরতে সুখে বিশ্ব-মাকে;
পড় ছড়িয়ে বিশ্ব বাগে!

রে নও জোয়ান!
চলরে আগে!!

চল সকলে, স্বদল বলে
পড় ঝাঁপিয়ে, দে কাঁপিয়ে
পাপীর আসন! মাররে ভীষণ
শোষক যত, কররে ক্ষত!
ভাংরে তালা, অস্ত্রশালা
দে জ্বালিয়ে! যাক পালিয়ে
অস্ত্র জোড়ে জীবন কেড়ে
কাঁদায় মোদের যে শালারা!

রে নও জোয়ান!
হ' আগুয়ান!!

কররে বন্দী, নাইরে সন্ধী
তাদের সাথে; জোয়ান হাতে
অস্ত্র দিয়ে উদার হয়ে
মঞ্চে চড়ে মধুর সুরে
মানব সেবা করছে যারা!
ধররে তাদের কররে তাড়া;
দে বুঝিয়ে কেমন লাগে!

রে নও জোয়ান!
ছুটরে বেগে!!

ধররে তাদের, কাম্য যাদের
যুদ্ধ ধ্বংস; পাপীর বংশ
কররে নিপাত! কররে ভূপাত
যুদ্ধ-বিমান, রাখরে ঈমান
খোদার উপর! ভাংরে কুফর!
ডাকরে তাঁরে পাইলে যাঁরে
ধন্য হবি, শান্তি পাবি
মরণ কালে! গড়বে ফুলে
ফুলশয্যা তোর, করবি সফর
খোদার রাহে! পাইবি তাহে
স্বর্গ-বরণ, ফেলবি চরণ
মনের সুখে! উড়বে বুকে
খুশের নিশান, বাঁজবে বিষাণ;
ফুটবে কুসুম হৃদয় বাগে!

রে নও জোয়ান!
ছুটরে আগে!!

এই বয়সে ক্যানরে বসে
থাকিস তোরা? আত্ম হারা!
আয়রে ছুটে, নেরে লুটে
ন্যায্য আদায়; পাওনা সদায়
নেরে কেড়ে পুচ্ছ নেড়ে!
উঠরে জ্বলে সত্য বলে!
ন্যায় অধিকার হোকরে সবার
শ্বাসত দ্বীন; হোকরে বিলীন
মিথ্যা যত, ভাগ্যা হত
মরুক পড়ে, বাদ দে তারে!
হ' আগুয়ান! গা' জয়োগান
সত্য-ন্যায়ের মূর্ত রাগে!

রে নও জোয়ান!
উঠরে জেগে!!

ঘুমাসনে আর, দে খুলে দ্বার!
দেখরে চেয়ে শুভ্র হয়ে
উঠছে রবি, আঁকছে ছবি
মুক্ত ধরার, শান্তি চূড়ার
শীর্ষে বসে, ধরছে কষে
মুক্তি-নিশান; বাঁ-জা বিষাণ!
আয়রে হেসে! জয় উল্লাসে
পড়রে ফেটে, মজুর-মুটে
গরীব-চাষী, বিশ্ববাসী
আয়রে সবে; ঐক্য-রবে!
অগ্নি জ্বেলে, ভূধর ঠেলে
ফেল উপাড়ি, ভাংরে গিরি!
নাই ভেদাভেদ, খোদার আবেদ
আমরা সবাই; এক সাথে ধাই
চলরে হেথা, কাঁদছে যেথা
দুঃখী মানব! পাষাণ দানব
বুলেট মেরে নিচ্ছে কেড়ে
তাদের জীবন; কাঁদছে ভূবন!
মারছে বুকে মনের সুখে
বুটের লাথি, চলরে সাথী!
চল সেখানে, থাম জীবনে
দিনেক চারি; তাম্ভূ গাঢ়ী
গড় কাফেলা! ভাংরে মেলা
সেই কাফেরের, যে কাফেরের
এমন সাহস, কররে বেহুশ
লাথি কিলে, ফেলরে বিলে!
সাগর জলে, ডেউয়ের তলে
দে ডুবিয়ে, নে চুঁবিয়ে
কিছু সময়; কার পরাজয়
দে বুঝিয়ে রক্ত-রাগে!

রে নও জোয়ান!
আয়রে বেগে!!

থামরে দু'দিন, আনতে সুদিন
এই ধরাতে; পাপীর সাথে
কররে লড়াই! করুক বড়াই
পাপী যত, ভাগ্যা হত
সেইতো শেষে; বিজয় বেশে
আসব মোরা! হাসবে ধরা!
হাসবে আকাশ, হাসবে বাতাস
শান্তি-সুখে, তৃপ্ত বুকে
ঝর্ণা ধারা, পান্না-হিরা
ঝরবে শত! বইবে কত
খুশির জোয়ার, খুলবে দুয়ার
হৃদয়-আঁখি! ডাকবে পাখি
শিমুল শাঁখে, কন্ঠে মেখে
সুরের পরশ! ফুটবে সরস
কুসুম বনে, তারই সনে
রক্ত গোলাপ! করব আলাপ
সবাই মিলে; আকাশ তলে
নির্ভাবনায়! থাকবেনা ভয়!
শিশু-কিশোর, বন্ধু-দোসর
কাঁদবে না আর, ঘুঁচবে আঁধার!
উঠবে আলো, বাসবে ভালো
বিশ্ব তোদের! ভাংরে মদের
সরায় খানা! কররে ফানা
অত্যাচারের, ঘুর্ণি ঝড়ের
বেগে এসে! মাররে কষে
নগ্ন লাথি! চলরে সাথী!

চলরে ছুটে উল্কা বেগে!

রে নও জোয়ান!
চলরে আগে....!!

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন