ডার্ক মোড
Wednesday, 16 July 2025
ePaper   
Logo
জুলাই শহিদ দিবসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

জুলাই শহিদ দিবসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিনিধি

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।

কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ নিহত হন। এই দিনটিকে ‘জুলাই শহিদ দিবস’ ঘোষণা করেছে সরকার।

গতকাল মঙ্গলবারই (১৫ জুলাই) জুলাই শহিদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

শহিদদের মাগফেরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে।

বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনা করে আজ বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ জোহরের নামাজের পর দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন