ডার্ক মোড
Tuesday, 26 November 2024
ePaper   
Logo
জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে সভা

জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি

২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা ২৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

শুরুতে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী,জেলা জামায়াতের সভাপতি মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু।

বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনে আহত আবদুল মতিন, ইউসুফ আলম রিপন,শহীদ ইউনুছ আলীর পিতা আবুল বাশার, আন্দোলনে আহত এম এ আরিফ,রুহুল পাটোয়ারী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক বায়েজীদ হোসেন, এমরান হোসেন প্রমুখ।

সভায় শহীদ পরিবারর স্বজনরা হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী পরিবারদের সহযোগীতা করা এবং জেলা আহতদের দেশে-বিদেশে উন্নত চিকিৎসা, তাদের আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন দাবী উথাপন করেন। পরে জেলা প্রশাসক তার বক্তব্যে দাবী ও অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব সব ধরনের সহযোগীতা করার আশ^াস দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন