
জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
জামালপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে আব্দুর রহিম মেম্বার (৫০)কে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তের একটি দল। ২৯ জুন মধ্যরাতে চরকুলকান্দি ইউনিয়নের যমুনা পাড়ের দুর্গম এলাকার জিগাতলায় ঘটনাটি ঘটে। তার পিতার নাম তয়বুর খন্দার। তিনি ১নং ওয়ার্ডের দুই বার মেম্বার নির্বাচিত হন।
আব্দুর রহিম মেম্বারের স্বজনরা জানিয়েছেন, প্রশাসনের লোক পরিচয় দিয়ে আব্দুর রহিম মেম্বারকে ঘর থেকে বাইরে বের করে। কোন কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা শেষে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, আব্দুর রহিমের খুনের ঘটনা গভীর ভাবে শোকাহত আমরা। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানাচ্ছি।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আতিকুর রহমান জানান, রাতেই লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য জামালপুর প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলায় হয়েছে।