ডার্ক মোড
Wednesday, 26 February 2025
ePaper   
Logo
জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ২৫ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা কমান্ড্যান্ট অফিস এর আয়োজন করেছে।

ডিসি হাসিনা বেগম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রমুখ।

সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভালো কাজে অবদান রাখায় ৫০ জন সদস্যের মাঝে ৭টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন