ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
জলঢাকায় শাহজাহান বাদশার বিরুদ্ধে ৬৩ লাখ টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জলঢাকায় শাহজাহান বাদশার বিরুদ্ধে ৬৩ লাখ টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সহকারী প্রধান শিক্ষক আসাদুল হক মাস্টার দৈনিক মানবজমিন প্রতিনিধি জলঢাকা শাহজাহান বাদশা ওরফে ‘জিনের বাদশা’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলন করেন।

বুধবার (১৯ মার্চ) তার ব্যবসা প্রতিষ্ঠান ‘জবান এন্ড সন্স’-এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে আসাদুল হক মাস্টার জানান, গত তিন বছর ধরে শাহজাহান বাদশা বিভিন্ন ঠিকাদারি প্রকল্প ও ব্যক্তিগত বাড়ি নির্মাণের জন্য তার প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি এর মূল্য পরিশোধ করেননি। পাওনা টাকা চাইলে তিনি বারবার নানা অজুহাতে কালক্ষেপণ করেন।

মিমাংসার উদ্দেশ্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি জলঢাকা থানায় উত্থাপন করা হলে শাহজাহান বাদশা স্বেচ্ছায় তিনটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে জমা দিলে দেখা যায়, চেকগুলোর স্বাক্ষর মিলছে না এবং সেগুলো প্রত্যাখ্যাত হয়েছে। এতে প্রমাণিত হয় যে, তিনি ইচ্ছাকৃতভাবে ভুয়া চেক দিয়ে প্রতারণা করেছেন। ঘটনার প্রতিবাদে গত ১৭ মার্চ শতাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ শাহজাহান বাদশার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এবং তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আসাদুল হক মাস্টার প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানান—
১. শাহজাহান বাদশার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
২. তার কাছ থেকে ভুক্তভোগীদের পাওনা টাকা দ্রুত আদায় করা হোক।
৩. ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
সাধারণ মানুষের প্রশ্ন, কীভাবে একজন সাংবাদিক

প্রতারণার মতো জঘন্য কাজে লিপ্ত হতে পারেন? ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে দাবি জানিয়েছেন এলাকাবাসী।উল্লেখ্য যে, শাহজাহান বাদশার বিরুদ্ধে অনৈতিক অভিযোগের কারণে দৈনিক যুগের আলো পত্রিকা কর্তৃপক্ষ তার জলঢাকার প্রতিনিধিত্ব বাতিল করে পত্রিকায় নোটিশ জারি করে, এ বিষয়ে শাহজাহান বাদশার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন