ডার্ক মোড
Saturday, 22 February 2025
ePaper   
Logo
জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

জবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখায় ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে আহ্বায়ক পদে আছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের মাসুদ রানা এবং সদস্যসচিব হয়েছেন ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

এ কমিটির আহ্বায়ক মাসুদ রানাসহ তিমজন সাতক্ষীরা জেলার সন্তান। তারা হলেন যুগ্ম আহবায়ক শেখ তাহমিদুর রহমান ও যুগ্ম সদস্যসচিব আশরাফ আরেফিন।

কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশিন নওয়ার জয়া, মুখ্য সংগঠক হিসেবে আছেন ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন ও উপদেষ্টা সদস্য হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী।

এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ৩ জন, যুগ্ম-আহ্বায়ক ১০ জন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ১ জন, যুগ্ম-সদস্য সচিব ৬ জন, সিনিয়র মুখ্য সংগঠক ১ জন, সংগঠক ৬ জন, সহ-মুখপাত্র ১ জন এবং সদস্য হিসেবে আছেন ১৯ জন।

এ বিষয়ে যুগ্ম আহবায়ক তাহমিদ বলেন" জুলাই স্পিরিটকে সামনে রেখে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে। সাথে সাথে যাতে নতুন বাংলাদেশে যেন আর কেউ নব্য ফ্যাসিবাদ হয়ে উঠতে বা পারে তার জন্য ও সবাইকে সজাগ থাকার আহবান জানাই।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রানা বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখসারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন