ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
জবিতে রক্তদাতা সংবর্ধনা

জবিতে রক্তদাতা সংবর্ধনা

জবি প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদানকারী ৪৫ জন রক্তদাতাকে সংবর্ধনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইএইচসি ব্লাড ডোনার্স কমিউনিটি। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও রক্তদাতা সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজিত রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

এ সময় তিনি বলেন, রক্তদান একটি মহৎ গুণ। শিক্ষার্থীরা রক্তদানের মাধ্যমে এ মহৎ কাজের সাথে যুক্ত হচ্ছে। তিনি আরো বলেন, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করতে চাই৷ ভালো কাজের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই।

সংগঠনটির সদস্য জারির জুবায়েরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ড. মিন্টু আলী বিশ্বাস, সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন প্রমুখ।

আইএইচসি ব্লাড ডোনার্স কমিউনিটির মাধ্যমে গত তিন বছরে ৭৫০ ব্যাগ রক্ত দান করা হয়েছে বলে জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মাহফুজুল হক। এছাড়া সংগঠনটি ৭০ জন নবীন রক্তদাতা তৈরি করেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আলোচনাসভা শেষে আমন্ত্রিত অতিথি এবং রক্তদাতাদের মাঝে শুভেচ্ছা স্মারক, সম্মাননা ক্রেস্ট ও টি-শার্ট প্রদান করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন