ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
ছিটকে যেতে পারেন টপলি, ফিরছেন আর্চার

ছিটকে যেতে পারেন টপলি, ফিরছেন আর্চার

স্পোর্টস ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ১৩তম বিশ্বকাপ আসরটা একেবারেই ভালো যাচ্ছে না। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটিতে তারা জয় দেখেছে। আগের ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ধাক্কা খাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেছে ২২৯ রানের বড় ব্যবধানে। যা রানের দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে বড় হার। এই পরিস্থিতিতে আরও বড় দুঃসংবাদ পেতে যাচ্ছে ইংলিশ শিবির। দারুণ ফর্মে থাকা পেসার রিচ টপলি ‘ভাঙা আঙুল’ নিয়ে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে।

গতকাল (শনিবার) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রোটিয়াদের দেওয়া ৪০০ রানের লক্ষ্যে পরে ব্যাট করে ইংল্যান্ড। ইনজুরিতে পড়া টপলি ব্যাটিংয়ে নামতে পারবেন না— সেটি আগেই জানা ছিল। পরে রানতাড়ায় ১৭০ রানেই ৯ উইকেট হারিয়ে গুটিয়ে যায় জস বাটলারদের ইনিংস। টানা হারের সঙ্গে তাদের জন্য বড় দুশ্চিন্তার নাম টপলি। অন্য বোলারদের ব্যর্থতার সময়েও উইকেট এনে দেওয়া এই পেসারের ডান হাতের একটি আঙুল ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন চূড়ান্ত রিপোর্ট পায়নি ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

টপলি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তার জায়গায় দলে জোফরা আর্চার ঢুকছেন না তা একপ্রকার নিশ্চিত। কারণ তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তবুও রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের শুরু থেকেই দলের সঙ্গে আছেন আগের আসরে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন বানানোর অন্যতম এই কারিগর। আর্চার যে এখনও জায়গা পাচ্ছেন না তা নিশ্চিত করেছেন ইংলিশ প্রধান কোচ ম্যাথু মট।

সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথু মট বলেন, ‘আমরা এখনও রিচের (টপলি) আঙুলের বিষয়ে চূড়ান্ত কোন রিপোর্ট পাইনি। আমার মনে হচ্ছে তার আঙুলে চিড় ধরেছে। এটা আমার তাৎক্ষণিক একটা পর্যবেক্ষণ বলা যেতে পারে। তবে আঙুলে চিড় ধরলেই সমস্যা হতে পারে খেলার সময়ে।’

দক্ষিণ আফ্রিকা ম‌্যাচে নিজের ফলো থ্রুতে একটি বল বাঁচাতে গিয়ে ডানহাতের ইন্ডেক্স আঙুলটিতে চোট পান টপলি। বল তার আঙুলে চোট দিয়ে গেলেও চার আটকানো সম্ভব হয়নি। এদিন ৮.৫ ওভার বল করে ৮৮ রান দেন টপলি। নিয়েছেন দুটি উইকেট। আউট করেন এইডেন মার্করাম এবং ডেভিড মিলারকে। গত বছর টি-২০ বিশ্বকাপের আগেও এমন এক দুর্ঘটনার শিকার হন টপলি। বাউন্ডারির দড়ির উপরে থাকা স্কার্টিংয়ে বাজেভাবে ল্যান্ড করে চোট পান তিনি। ফলে গতবছর টি-২০ বিশ্বকাপেও খেলা হয়নি তার।

এবারের বিশ্বকাপে কয়েকটা ম্যাচ খেললেও টু্র্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল‌ রিচ টপলির। শেষ কয়েকটি ম্যাচে ইংল্যান্ডের সফল বোলারদের একজন তিনি। বিশ্বকাপ থেকে টপলি ছিটকে গেলে কাকে দলে নেওয়া হবে সেটি এখনও টিম ম্যানেজমেন্ট জানায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন