ডার্ক মোড
Friday, 18 July 2025
ePaper   
Logo
চিলমারীতে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের উঠান বৈঠক

চিলমারীতে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের উঠান বৈঠক

 
 
চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা
 
কুড়িগ্রামের চিলমারীতে জনসাধারণের মাঝে সচেতনতা সহ বিভিন্ন ধরনের দিক নির্দেশনা জুয়া, মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া নিয়ে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চৌরাস্তা মোড় এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতা মূলক আলোচনা করেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। এসময় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। 
 
স্থানীয়রা জানান, প্রতিদিন পুলিশ জনগণকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছি। আমরাও চাই সমাজ ভালোভাবে চলুক। চাঁদাবাজি বন্ধ হোক সবাই আমরা শান্তি প্রিয় ভাবে বাচঁতে চাই।
 
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, সামাজিক ভাবে মাদকের ক্ষতির দিকগুলো তুলে ধরে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছি। সমাজের সকলে যেন মাদককে ঘৃণা করে এবং প্রতিরোধ করতে পারে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন