চাঁপাইনবাবগঞ্জে তিনদিন ব্যাপী লোকনাট্য সমারোহ শুরু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে লোকনাট্য সমারোহের মধ্যদিয়ে শুরু হয়েছে তিনদিনের তারুণ্যের উৎসব। শনিবার বিকেলে পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম। সূচনা বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর সরাসরি এই তারুণ্যের উৎসবের দেখভাল করছে। সেই আরো বেশ কিছু মন্ত্রণালয় কাজ করছে। জেলা প্রশাসক বলেন- আমাদের যুব সমাজকে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ দেয়ার জন্যই এই লোকনাট্য উৎসব, এই তারুণ্যের উৎসব। আমরা চাই মাদকমুক্ত অপসংস্কৃতিমুক্ত আমাদের এই দেশ। সে কারণে তারুণ্যের এই উৎসবের পাশাপাশি, আমাদের গ্রাম বাংলার খেলাধুলা নিয়েও পর্যায়ক্রমে কর্মকাণ্ড পরিচালিত হবে। এজন্য জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হবে। শুধু তাই নয়-আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পরিবেশের দূষণ রোধে কী কী করণীয় আছে এবং কীভাবে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি তা নিয়ে কর্মসূচি গৃহীত হয়েছে, সেগুলো বাস্তবায়িত হবে। এছাড়াও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ বিদ্যালয়ের পরিবেশ যেন সুন্দর থাকে সেই নিয়েও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে আমি সংশ্লিষ্ট সকলের ব্যাপক অংশগ্রহণ কামনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে মহানন্দা ইসলামি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা পরিবেশন করে লোকনাট্য। তিনদিনের এই উৎসবে জেলার ১৭টি শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করছে।