
চাঁদাবাজ সন্ত্রাসীদের দলে কোনো ঠাঁই নেই : এম. এ মতিন
এম রেজাউল ইসলাম, নওগাঁ
" চাঁদাবাজ সন্ত্রাসীদের দলে ঠাঁই নাই" এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতিন। শনিবার (১৫ মার্চ) বিকেলে মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউপির বালুবাজার সফিউদ্দিন মোল্লা কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। স্বৈরাচার সরকারের কথা উল্লেখ করে এম. এ মতিন আরো বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও তার প্রেতাত্মা এখনও রয়ে গেছে। তাদের নিকট হতে আমাদের দূরে থাকতে হবে। দলকে সুসংগঠিত করতে ঐক্যতা বজায় রাখতে হবে। সমাজ বিনির্মাণে সকল নেতাকর্মীদেরকে এক হয়ে কাজ করতে হবে। জনরোষ নয়, জনমত তৈরি করতে হবে। মানুষ যেন মানুষের জন্য হয়।
সমাজের তথা অন্যদলের মানুষকে বুঝিয়ে দিতে হবে, আমরা স্বৈরাচার নয়। আমরা যদি স্বৈরাচারী আচরণ করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়। দলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই হবে না এমন আচরণ করা থেকে দূরে থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল, এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, নওগাঁ জেলা জজ কোর্টের এপিপি বিশ্বজিৎ কুমার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল ইসলাম বাদল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার ও পরানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।