
চরবাগডাঙ্গায় ৫২ জন পেল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে স্বেচ্ছাসেবী কল্যালমূলক সংগঠন ‘চরবাগডাঙ্গা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম’র আয়োজনে কৃতি সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে চরবাগডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা (টিপু)। সংগঠনটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এবং অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কাস্টমস এন্ড এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার মো. রুহুল আমিন (২৮তম বিসিএস)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসুফ আলী মন্ডল ও মাহদী।
অনুষ্ঠানে বিসিএস ক্যাডার ২জন, এইচএসসি ৮জন, এসএসসি ২২ জন, পিএসসি ১২ জন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৮ জনসহ মোট ৫২ জনকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় পেশাজীবীরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। অতিথি ও বক্তারা তাদের আলোচনায় চরবাগডাঙ্গা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের সার্বিক কার্যক্রমকে স্বাগত জানান।
উল্লেখ্য, ২০১৫ সালে সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পিএসসি, জেএসসি,এসএসসি, এইচএসসিতে ভালো রেজাল্ট ও বিশ্ববিদ্যালয়/মেডিকেলে ভর্তি, বিসিএস এবং প্রথম, দ্বিতীয় শ্রেণির চাকরিতে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের প্রতি বছরই এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে কয়েকবছর সংবর্ধনা অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি।