ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, ‘মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শাটল ট্রেনের দুই বগিভিত্তিক ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা অবস্থান নেন। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।’

প্রাথমিকভাবে আহতদের নাম জানা যায়নি। সিএফসি’র নেতৃত্বে আছেন চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও বিজয়ের নেতৃত্বে রয়েছেন ছাত্রলীগ নেতা জাহেদুল আরেফিন। কয়েকদিন আগে জাহেদুল আরেফিনের জম্মদিন অনুষ্ঠানে ঢিল ছোড়া নিয়ে উত্তেজনা শুরু হয়। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন তাঁরা।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সবাই এখন নিজ নিজ হলে অবস্থান করছে। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে গত ১৩ জানুয়ারি কমিটি গঠনসহ নানা দাবিতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা চবি ক্যাম্পাসে এলে তাঁদের আটকে দেন বিরোধীপক্ষের নেতাকর্মীরা। এ ঘটনার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে চবি ক্যাম্পাস।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন