ডার্ক মোড
Wednesday, 10 September 2025
ePaper   
Logo
চট্টগ্রামের পতেঙ্গায় “তারুণ্যের উৎসব-২০২৫”শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম

চট্টগ্রামের পতেঙ্গায় “তারুণ্যের উৎসব-২০২৫”শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম

 
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের পতেঙ্গায় মঙ্গলবার  “তারুণ্যের উৎসব-২০২৫”শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়  মঙ্গলবার সকাল ১১ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রামের বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”মন্ত্রে ‘তারুণ্যের উৎসব-২০২৫’শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের ভূমিকা, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন