ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

 

গোলাম রব্বানী , গোপালগঞ্জ 
 
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
 
গত রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় গোপালগঞ্জ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন হয়। সাত দিনব্যাপী অনুষ্ঠান শেষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজন কুমার নন্দী, জেলা মৎস্য কর্মকর্তা গোপালগঞ্জ। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খায়রুল ইসলাম, ডিপিডি (দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প)। সঞ্চালনায় ছিলেন দেবলা চক্রবর্তী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সদর, গোপালগঞ্জ।
 
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রান্ত সাহা, লেকচারার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তানজিলা আক্তার নিপা, খামার ব্যবস্থাপক, গোপালগঞ্জসহ মৎস্য চাষি, জেলে, মৎস্যজীবী ও এনজিও প্রতিনিধিরা।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার পাশাপাশি তা সংরক্ষণের জন্য সবাইকে সচেতন হতে হবে। অবৈধ মাছ শিকার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
 
উল্লেখ্য, সাত দিনব্যাপী এ কর্মসূচিতে ছিল—
 
পোনা মাছ অবমুক্তকরণ ও র‌্যালি ও আলোচনা সভা।সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ। 
মৎস্য চাষী, জেলে ও মৎস্যজীবীদের সমন্বয়ে স্থায়ীত্বশীল মৎস্য সম্পদ ব্যবহারে মতবিনিময়।
 
জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন। 
পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদনবিষয়ক ক্যাম্পেইন।
 
মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা। মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা।
জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
এভাবেই গোপালগঞ্জে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন