
গোপালগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সঞ্চয়পত্র ও চেক প্রদান
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৬ মে ২০২৫, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শহিদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র এবং আহতদের মাঝে চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জের ৬ জন শহিদের প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ২০ জন আহত ব্যক্তিকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মণ্ডল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মণ্ডল, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, "গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি আমাদের এই সহায়তা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।"
এই সহায়তা প্রদান অনুষ্ঠানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা জেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন