ডার্ক মোড
Tuesday, 07 October 2025
ePaper   
Logo
গার্মেন্টস মালিক শ্রমমন্ত্রী হলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় না: শ্রম উপদেষ্টা

গার্মেন্টস মালিক শ্রমমন্ত্রী হলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় না: শ্রম উপদেষ্টা

নাটোর প্রতিনিধি 

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, গার্মেন্টসের মালিক যদি শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী হন, তাহলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় না।

তিনি বলেন, ‘দেশে অনেক শিল্প মালিক আছেন, যারা টাকা চুরি করার জন্য বসে থাকেন—বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো। এর ফলে ভালো উদ্যোক্তাদের বদনাম হচ্ছে। এ কারণে আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়তে হচ্ছে।’

রবিবার (৩ আগস্ট) দুপুরে নাটোর কালেক্টরেট সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ‘শিল্প মালিকরা শ্রমিকদের টাকা, ব্যাংকের টাকা মেরে দিয়েছেন। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মালিকদের বাড়ি-সম্পদ হেফাজতে নেওয়া হয়েছে।’ একই সঙ্গে শ্রমিকদেরও দায়িত্ব আছে বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা।

তিনি বলেন, ‘সামান্য কিছু স্বার্থের জন্য শ্রমিকদের উত্তেজিত করে শিল্প-কারখানা নষ্ট করা হচ্ছে, যা কাম্য নয়। ম্যানপাওয়ার ও গার্মেন্টসের মধ্যে যদি সমন্বয় না হয়, তাহলে সমস্যা হয়। এতে সবারই ক্ষতি হয়।’

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃঞ্চ মণ্ডলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা ২২জন শ্রমিক পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন