গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন
গাজীপুর উত্তর প্রতিনিধি
গাজীপুরের শিমুলতলী, আর্মি ফার্মা ফ্যাক্টরি মাঠে (২৫ ডিসেম্বর) বুধবার বিকাল ৫টায় মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।
গাজীপুরে এই প্রথম বাণিজ্য মেলা ২০২৪/২৫ শুরু হয়েছে।
ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে, যা ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।
মেলার সময়সূচী: মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার অনুষ্ঠান চলবে বলে জানান মেলার আয়োজকেরা।
মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা এবং র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়েছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দ যোগ করছে।
এছাড়াও বাণিজ্য মেলা ২০২৪ গাজীপুরে অংশগ্রহণ করে দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য ক্রয় ও পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ গ্রহণ করতে পারবেন।
ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় দেশ বরেণ্য শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।