ডার্ক মোড
Friday, 25 April 2025
ePaper   
Logo
গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি রিপন

গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি রিপন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) নৌকার টিকেট পেয়েছেন মাহমুদ হাসান রিপন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মাহমুদ হাসান রিপনকে চূড়ান্তভাবে মনোনীত করে আওয়ামী লীগ।

এর আগে গত ২৩ জুলাই মারা যান সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। সংসদীয় আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

তারই ধারাবাহিকতায় আসনটিতে প্রার্থী দিতে গত ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রথম দিনে মনোনয়ন কিনেছেন চারজন। এছাড়া দ্বিতীয় দিনে দুইজন এবং তৃতীয় দিনে আরও চারজনসহ মোট দশজন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন