ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
কোটালীপাড়ায় রাতে শীতার্তদের পাশে ইউএনও শাহীনুর আক্তার

কোটালীপাড়ায় রাতে শীতার্তদের পাশে ইউএনও শাহীনুর আক্তার

গোলাম রব্বানী, গোপালগঞ্জ

কনকনে তীব্র শীতে কষ্ট পাচ্ছিলেন অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। কাউকে না জেনে গভীর রাতে হঠাৎ শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীত বস্ত্র তাদের গায়ে জড়িয়ে দিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার ইউএনও শাহীনুর আক্তার।

সোমবার দিবাগত রাতে , পৌর এলাকা এবং উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষরা শীত বস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এবার এই উপজেলায় আগাম শীত পড়েছে। গত কয়েক দিন থেকে তাপমাত্রার পারদ ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। এতে বিপাকে পড়েছেন এই উপজেলার নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। শীত বস্ত্রের অভাবে দারুন কষ্টের মধ্যে দিনপার করতে হচ্ছে তাদের। তাদের শীতের কষ্ট কিছুটা লাঘবে সোমবার ৬০ টি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, গত কয়েকদিন থেকে এই এলাকায় তীব্র শীত পড়েছে। ইতোমধ্যে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের শীতবস্ত্র ক্রয়ের বরাদ্দ এসেছে। আজ ৬০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সাড়া উপজেলায় আরও অধিক পরিমানে শীত বস্ত্র বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কোটালিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ সহ আরো অনেকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন