ডার্ক মোড
Thursday, 15 May 2025
ePaper   
Logo
কোটালীপাড়ায়

কোটালীপাড়ায় "১৮ বছরের আগে বিয়ে নয়” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

 

কোটালীপাড়া, (গোপালগঞ্জ )প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫৮ জন শিক্ষার্থী ১৫ জন শিক্ষক ও ৩৯ জন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে রাধাগঞ্জ ইউনিয়নের উমাচরণ সার্বজনিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১৮ বছরের আগে বিয়ে নয়” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা।
 
আজ বুধবার (১৪ মে) ২ টায় রাধাগঞ্জ ইউনিয়নের উমাচরণ সার্বজনিন উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া (Ensure Protection and Justice Through Integrated Approach) প্রকল্পের আওতায়  সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
উমাচরণ সার্বজনিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর অধিকারীর সভাপতিত্বে রাধাগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ব্রজেন বারুরী, প্রকল্পের প্রোগ্রাম অফিসার জর্জ বেনেডিক্ট দাস সহ প্রমূখ আলোচনা সভায় বক্তব্য রাখেন। 
 আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে গুরুতর সমস্যা সৃষ্টি করে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিশু বিবাহ প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখবে বলে বক্তারা   আশাবাদ ব্যক্ত করেন। 
 
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত   সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে গান ও কবিতার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে  সচেতনতামূলক একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।  
 
এ ধরনের কর্মসূচি কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করে অংশগ্রহণকারীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন