ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
কুলাউড়ায় গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

কুলাউড়ায় গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তারের পর বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের তৈমুজ মিয়া ওরফে বাঘা মেম্বারের ছেলে কামরুল হাসান (২১), একই ইউনিয়নের মৃত এলাইছ মিয়ার ছেলে এমদাদুল হক এমরান (৩০) ও রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের উম্মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (২০)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির উদ্দিন ও হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে অভিযানে ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাশের একটি দোকানের সামনে থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন