ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
কিশোরগঞ্জে “স্বপ্নের আদর্শ বিদ্যালয়” বিনির্মাণে প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জে “স্বপ্নের আদর্শ বিদ্যালয়” বিনির্মাণে প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে “স্বপ্নের আদর্শ বিদ্যালয়” বিনির্মাণে প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজিব আলম বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে আসুন সবাই মিলে দেশটাকে পরিবর্তন করি, সবাই আন্তরিক হই, মনোযোগী হই তাহলে আমরা ব্যর্থ হবো না।

গত সোমবার (৬ জানুয়ারী) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা রিসোর্স সেন্টারে” স্বপ্নের আদর্শ বিদ্যালয়” বিনির্মাণে প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজিব আলম।

তিনি আরো বলেন , প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটানো সম্ভব। তিনি বলেন , প্রধান শিক্ষক হচ্ছেন বিদ্যালয়ের একজন ম্যানেজার ও একজন দক্ষ ব্যবস্থাপক। তার সঠিক নেতৃত্ব ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিটি বিদ্যালয়কে একটি স্বপ্নের বিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব। আর এক্ষেত্রে প্রয়োজন শুধুমাত্র একটু আন্তরিকতা।

তিনি উপস্থিত সকল প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান। এ সময় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

টানা ১৪ দিন ব্যাপী চলবে এ প্রশিক্ষণ। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউ আর সি ইন্সট্রাক্টর আমজাদ হোসেন আকন্দ ও কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন