ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
কানাডিয়ান ইউনির্ভাসিটির দুজন পেল ডায়ানা এ্যাওয়ার্ড

কানাডিয়ান ইউনির্ভাসিটির দুজন পেল ডায়ানা এ্যাওয়ার্ড

নিউজ ডেস্ক 

 

অনন্য এই স্বীকৃতি উদযাপনে মঙ্গলবার দুপুরে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডায়ানা এ্যাওয়ার্ড বিজয়ী কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রভাষক উপমা আহমেদ এবং শিক্ষার্থী মো. জহিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজড চৌধুরী নাফিজ সরাফাত।

সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে ডায়ানা এ্যাওয়ার্ড পেয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর দুজন তারা হলেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের প্রভাষক উপমা আহমেদ এবং শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম।

উপমা আহমেদ যুব সংগঠন ‘ইভোলিউশন ৩৬০’-এর মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়েছেন।অন্যদিকে দৈনন্দিন কাজের বাইরে গিয়ে সামাজিক পরিবর্তন এবং উন্নয়নে ভূমিকা রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন জহিরুলইসলাম।

ড. চৌধুরী নাফিজ সরাফাত আরও বলেন, ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সব সময় সেরা শিক্ষকদের নেয়, এটা আবার প্রমাণ হলো।আমাদের সেরা ছাত্র এ্যাওয়ার্ড পেয়েছে। তাদের নিয়ে আমরা গর্বিত। আমরা আশা করছি, আগামী বছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে নতুন কেউ এই এ্যাওয়ার্ড নিয়ে আসবে।

অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সিনিয়র অ্যাডভাইজর প্রফেসর ড. এইচএম জহিরুল হক, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, রেজিস্ট্রার দিলদার আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. শাহরুখ আদনান খান, বিজনেস স্কুল বিভাগের প্রধান এসএম আরিফুজ্জামান, মারুফ এইচ খান প্রধান নির্বাহী, আরবিএমকো লিঃ টিমকোএনভি উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন