ডার্ক মোড
Wednesday, 04 December 2024
ePaper   
Logo
কানাডা ও জাপান সফরে যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

কানাডা ও জাপান সফরে যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্যক্তিগত সফরে কানাডা এবং জাপানের উদ্দেশ্যে এক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। শনিবার (১৮ মে) সকালে তিনি কানাডার ভ্যানকুভারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ভ্যানকুভার যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে তার যাত্রাবিরতি করার কথা রয়েছে।

আগামী ২৫ মে তিনি টোকিওর উদ্দেশ্যে ভ্যানকুভার ত্যাগ করবেন এবং ২৬ মে টোকিও পৌঁছাবেন। ২৭ মে তিনি টোকিও থেকে নাগাসাকি পৌঁছাবেন। ২৮ মে নাগাসাকিতে অবস্থিত পিস মেমোরিয়াল প্রাঙ্গণে তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে জাপানের প্রতি উপহারস্বরপ প্রদত্ত পিস মনুমেন্ট উদ্বোধন করার কথা রয়েছে।

সফর শেষে আগামী ৩১ মে (শুক্রবার) তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী রাষ্ট্রীয় সফর

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন