ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
কাঠালিয়ায় পাঁচ অবৈধ ইটভাটাকেদেড় লক্ষ টাকা জরিমানা

কাঠালিয়ায় পাঁচ অবৈধ ইটভাটাকেদেড় লক্ষ টাকা জরিমানা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ বান্ধব চুল্লি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরমধ্যে তিনটি ভাটার মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ ফের্রুয়ারী) দিনবর এ অভিযান চলে। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিপ্তর। অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম। ইট প্রস্তুত আইন ও ভাটা স্থাপন আইন সংশোধনী ২০১৯ এর বলে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিন অভিযানের সময় উপজেলার সদর ইউনিয়নের বড় কাঠালিয়া এলাকার কেবিএফ ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভেকু মেশিন দিয়ে তা ভেঙ্গে ফেলা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এমসি ব্রিকসের মালিক মো.আবদুস সালামকে ৫০ হাজার, এম,এম ব্রিকসের মালিক মো. চুন্নু ফকিরকে ৫০হাজার টাকা এবং এসএফবি ব্রিকসের মালিক মো. শহীদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কেএমবি ব্রিকসে অভিযান চালিয়ে ইট ভেঙ্গে ফেলা হয়।

কেবিএফ ব্রিকসের মালিক গোলাম মোস্তফা জানান, আমার ইট ভাটায় ২০ লক্ষ টাকার ইট ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জহিরুল ইসলাম জানান, এ অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন