
কাজিরাবাদ ইউপি নির্বাচন স্থগিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার কজিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ নির্বাচন হঠাৎ স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ১৫ জুন উপ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথাছিলো। কিন্ত নির্বাচনের তিন দিন আগে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হলো। স্থগিতাদেশের পরেও রবিবার রাতেও নৌকা মার্কার প্রার্থীর সভা চলছিলো। সেখানে কেন্দ্রীয় যুবলীগ নেতা সুভাষ চন্দ্র হাওলাদার বক্তব্য রাখছিলেন। গত ০৯ জানুয়ারি কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বার্ধ্যক জনিত কারণে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর ১২ জুন ২০২২ খ্রিঃ তারিখের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪৭.২১-৪২০ নং আদেশের প্রেক্ষিতে কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
জানা গেছে, কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে গত ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর প্রচারণা শুরু হয়। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। প্রচারনা শুরু থেকেই নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাউদ্দিন সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ করে আসছেন স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন। গত শনিবার তার ১০ কর্মীকে মারধর করেন নৌকা মার্কার সসমর্থকেরা। এর পর থেকেই নির্বাচনের পরিবেশ নিয়ে আতঙ্কে বিরাজ করে আসছিলো ভোটারদের মাঝে।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন বলেন, ‘নির্বাচন স্থগিত করার খবর শুনেছি। হঠাৎ নির্বাচন স্থগিত হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। নির্বাচনী মাঠে স্থানীয় প্রশাসন যদি কঠোর ভুমিকা পালন করতো তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হতো না। ১৫ তারিখে নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হতাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের এক চিঠিতে কাজিরাবাদ ইউনিয়নের উপ নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে কেন নির্বাচন স্থগিত করা হয়েছে, তার কোনো কারণ উল্লেখ করা হয়নি।