ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
কাউখালীতে নদীতে গোসল করতে নেমে ব্যবসায়ী নিখোঁজ

কাউখালীতে নদীতে গোসল করতে নেমে ব্যবসায়ী নিখোঁজ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া নদীতে গোসল করতে নেমে মোঃ মজিবর রহমান ( ৬৫) নামে এক ঔষধ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

সোমবার ( ১৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার আসপদ্দি গ্রামের চিরাপাড়া নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ মজিবর রহমান মৃত আবুল হোসেনের ছেলে।

পরিবার ও প্রতিবেশীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে নিজ বাসার সামনের চিরাপাড়া নদীতে প্রতিদিনের মতন গোসল করতে গিয়ে নিখোঁজ হন মজিবর রহমান। ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের পানিতে ডুবে গেছেন। এসময় স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

কাউখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোঃ খলিলুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। ইতোমধ্যেই বরিশাল, নেছারাবাদের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন