ডার্ক মোড
Wednesday, 22 January 2025
ePaper   
Logo
কাউখালীতে ছাত্র সমাজের সাথে প্রশাসনের মতবিনিময়

কাউখালীতে ছাত্র সমাজের সাথে প্রশাসনের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীর বর্তমান প্রেক্ষাপট এবং নানাবিধ সমস্যা নিরসনে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শারজিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত হালদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরসহ সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্কুল-মাদ্রাসা-কলেজ এর প্রতিনিধি।

সভার শুরুতে ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং সকলে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।

আলোচনা শেষে সকল সরকারি প্রতিষ্ঠান সিটিজেন চার্টার প্রদর্শন করবে , একটি অভিযোগ বক্স খোলা হবে, যেখানে নাগরিকগণ তাদের অভিযোগ প্রদান করতে পারবেন। ক্লিনিক গুলো অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সঠিক পরিক্ষা নিরক্ষার টিপোর্টের ব্যবস্হা করবেন, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান যাতে নাগরিক সেবা প্রদান করতে পারে সেবিষয়ে সকলে সহযোগিতা করবেন। উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন নিবিড়ভাবে কাজ করবে।

যেকোনো হামলা, চাঁদাবাজি রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ করবে। ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধে ছাত্রদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন কাজ করবে। বাজার মনিটরিং এর ক্ষেত্রে আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, এক্ষেত্রে ছাত্র-জনতা নিয়মানুগ সহযোগিতা প্রদান করবে। সরকারি জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখল মুক্ত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, আমাদেরকে শান্তি-শৃংঙ্খলা বজায় রেখে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের সকল ভালো কাজে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে সামাজিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন