
কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রশাসক নিয়োগ।
সৌমিত্র সুমন পায়রা বন্দর (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালীতে চেয়ারম্যান পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা আর চেয়ারম্যান হিসেবে থাকছেননা। ইউনিয়ন দুটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল পটুয়াখালী জেলা প্রশসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক আদেশে প্রশাসক নিয়োগের খবরটি নিশ্চিত হওয়া গেছে।
পটুয়াখালী জেলা প্রশাসক কতৃক এ আদেশের চিঠিতে আরো বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১, ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ১৯ আগস্ট ২০২৪ তারিখের সরকারি পরিপত্রের আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা (ধানখালীতে) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান (নীলগঞ্জ) ইউনিয়ন প্রশাসক নিয়োগ করে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
সোমবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দুই ইউনিয়নে প্রশাসক নিয়োগের ফলে বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আর থাকছেননা। খবরটি নিয়ে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বর্তমানে দুই চেয়ারম্যানকে বাদ দেওয়ার ঘটনায় ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের আলোচনা চলছে।
উল্লেখ্য, শাহজাদা পারভেজ টিনু মৃধা ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। পরবর্তী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।