ডার্ক মোড
Saturday, 23 November 2024
ePaper   
Logo
কলাপাড়ায় কৃষকের সবজি বাজারে ক্রেতাদের ভিড়

কলাপাড়ায় কৃষকের সবজি বাজারে ক্রেতাদের ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্য সত্ত্বভোগী ও খাজনা ব্যতীত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষক বাজার।

শনিবার ভোরে কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আমরা কালাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়। ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এ বাজারে। বর্তমানে ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত হয়ে উঠেছে এ বাজারটি। উৎপাদিত কৃষি পন্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং নায্যমূল্যে কৃষি পণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছসিত ক্রেতা ও বিক্রেতারা। এ বাজারটি স্থাপন করায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন সবাই।

ক্রেতা সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন বলেন, এ বাজারটি চালু হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হয়ছে। এ সবজি বাজারটি সবসময় চালু থাক এটা আমরা চাই।

নীলগঞ্জের সবজি বিক্রেতা আ. রহিম বলেন, এ বাজারটি সবসময় চালু থাকলে আমরা ক্রেতাদের টাটকা শাক-সবজি দিতে পারবো, আমরা বিক্রি করেও লাভবান হবো। এবাজারটি স্হাপন করার জন্য আমাদের যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম জানান, জনসাধারণের স্বার্থে এ বাজারটি চালু করা হয়েছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন