ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪ শতাধিক ঘর, দুই শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪ শতাধিক ঘর, দুই শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুলও একইরকম তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন