ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
এসবিএসি ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক

এসবিএসি ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর স্পন্সর শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক মতিউর রহমান (বাবু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার ভোর রাত ৪টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃষাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, ২ কন্যা, আত্বীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে যশোরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসবিএসি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন স্পন্সর ডাইরেক্টর মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোখলেসুর রহমান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

এক শোক বার্তায় তারা বলেন, মতিউর রহমানের মৃত্যুতে এসবিএসি ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমরা আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন