ডার্ক মোড
Saturday, 28 September 2024
ePaper   
Logo
এনআইডি কার্ড জালিয়াতির চেষ্টা দোহারে দুই রোহিঙ্গা ও এক নারী আটক

এনআইডি কার্ড জালিয়াতির চেষ্টা দোহারে দুই রোহিঙ্গা ও এক নারী আটক

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে দুই রোহিঙ্গা সহ স্থানীয় এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা নির্বাচন অফিস। বৃহস্পতিবার বিকেলে ভোটার হতে এসে ধরা পড়ে তারা।

আটককৃতরা হলেন- কক্সবাজারের ঠেংখালী ক্যাম্প-১২ তে বসবাসরত হাবীবুল্লাহর ছেলে মো. সাঈদ(২৯) ও টেকনাফ জাদিমুড়ায় বসবাসরত আবুল কাশেমের ছেলে মো.আমির। এছাড়াও তাদের পরিচয়দানকারী উপজেলার মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খাইরুন নাহার (৩৮)কে আটক করা হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আটক সাঈদ ২০১৫ সালে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারত প্রবেশ করে। এরপর ভারত থেকে সে সৌদি প্রবেশ করে। ২০১৯ সালে ফের সে বাংলাদেশে আসে। অন্যদিকে আমির চারমাস আগে মায়ানমার থেকে বাংলাদেশে আসে।

উপজেলা নির্বাচন অফিসসুত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্য তারা নাগরিক সনদ, বিদ্যুৎ বিল, বাবা-মায়ের এনআইডি কার্ডসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দোহার উপজেলা নির্বাচন অফিসে আসে তারা। সে সময়ে তাদের পরিচয়দানকারী উপজেলার মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খাইরুন নাহার সাােথ ছিলেন।এক পর্যায়ে সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে ধরা পড়েন তারা। আটককৃত তিনজনকে সন্ধার পর থানায় সোপর্দ করেন উপজেলা নির্বাচন অফিস।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়ে বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন