ডার্ক মোড
Friday, 30 May 2025
ePaper   
Logo
এতিম ছেলের ‘বাবা’ হলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মোঃআনছার উদ্দীন

এতিম ছেলের ‘বাবা’ হলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মোঃআনছার উদ্দীন

 
গোলাম রব্বানী, গোপালগঞ্জ 
 
গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিন একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার সদয় হৃদয় ও অসাধারণ দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এক এতিম ছেলের জীবনে ‘বাবা’র ভূমিকা গ্রহণ।
 
সম্প্রতি এক এতিম ও অসহায় ছেলের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করেন তিনি। শিশুটি  আবেগভরে ‘বাবা’ বলে ডাকে এবং তিনি  তাকে নিজের ছেলের মতো ভালোবাসা ও স্নেহে আগলে নেন। তার এই দায়িত্বশীল ও পিতৃসুলভ আচরণ শুধু ছেলেটির মুখেই হাসি ফোটায়নি বরং সমাজে মানবিকতার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছে।
 
জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মোঃ  আনছার উদ্দিনের এমন মানবিক ভূমিকা পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা বাড়ানোর পাশাপাশি সমাজে সহমর্মিতা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে।
 
এই ঘটনাটি প্রমাণ করে, পুলিশের পোশাকের আড়ালে একজন মানুষও আছে, যার হৃদয়ে জায়গা আছে অসহায় ও অবহেলিতদের জন্যও। গোপালগঞ্জবাসী এমন একজন মানবিক কর্মকর্তাকে নিয়ে গর্বিত।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন